Online Query

01911-962184

Previous slide
Next slide

৫২ টাকা ল্যাপটপ ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণা করা হবে ২৬ মার্চ ২০২৩ দুপুর ১২টায় ফেসবুক লাইভে

ক্যাম্পেইনের অংশগ্রহণের সময়সীমা শেষ। অনুগ্রহপূর্বক এখন আর কেউ অংশগ্রহণ করবেন না।

আপনি ল্যাপটপ ক্যাম্পেইনে অংশগ্রহণের প্রথম ধাপে আছেন।

  • অনুগ্রহপূর্বক সফলভাবে অংশগ্রহণ সম্পূর্ণ করতে ৫২টাকা পেমেন্ট সম্পূর্ণ করুন এবং ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন।
  • পেমেন্ট সম্পূর্ণ করে পুনরায় এই পেজে ফিরে আসুন এবং নিচের অংশগ্রহণের জন্য ক্লিক করুন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।

বিকাশ পেমেন্ট করতে নিচের বাটনে ক্লিক করুন

বিকাশ পেমেন্ট

রকেট পেমেন্ট করুন নিচের মার্চেন্ট নাম্বারে

019119621843

নগদ পেমেন্ট করুন নিচের মার্চেন্ট নাম্বারে

01791612695

আপনি ল্যাপটপ ক্যাম্পেইনে অংশগ্রহণের দ্বিতীয় ধাপে আছেন।

অনুগ্রহপূর্বক সফলভাবে অংশগ্রহণ সম্পূর্ণ করতে ৫২টাকা পেমেন্ট সম্পূর্ণ করার পর এই ধাপে আসুন, পেমেন্ট সম্পূর্ণ না করলে কিংবা ভুল তথ্য ব্যবহার করলে সাথে সাথেই আপনার অংশগ্রহণ বাতিলগণ্য হবে।

দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা সাপেক্ষে সকল শ্রেণীর মানুষকে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ব্যবহারে সমানভাবে উৎসাহিত করতে Rootfive Bangladesh এর ধারাবাহিক উদ্যেগ এর একটি হচ্ছে স্বাধীনতার ৫২ বছর উপলক্ষ্যে “৫২ টাকায় ল্যাপটপ ক্যাম্পেইন”।

আমাদের এই আয়োজনের অংশ হওয়ার পূর্বে অবশ্যই বিস্তারিত Terms & Conditions পড়ে নেওয়ার অনুরোধ রইলো। 

৫২ টাকায় ল্যাপটপ ক্যাম্পেইন

৳ ৫২

  • ক্যাম্পেইন সময়সীমাঃ ১ ফেব্রুয়ারি-২৫ মার্চ
  • পুরষ্কার ঘোষণার তারিখঃ ২৬ মার্চ ২০২৩
  • সর্বমোট ৫৫২টি পুরষ্কার।
  • প্রথম পুরষ্কারঃ Lenovo IdeaPad Slim 3i 11th Gen Core i3 8GB RAM 14″ FHD Laptop with Windows 11
  • দ্বিতীয় পুরষ্কারঃ HP 15s-du1117TU Pentium Silver N5030 15.6″ HD Laptop
  • তৃতীয় পুরষ্কারঃ HP 15s-du1115TU Celeron N4020 15.6″ HD Laptop
  • চতুর্থ পুরষ্কারঃ Huntkey N2298SWH 21.5-inch FHD Monitor
  • পঞ্চম পুরষ্কারঃ Viewsonic VA1903H 18.5″ LED Monitor (HDMI, VGA)
  • ষষ্ঠ পুরষ্কারঃ Portable 1TB HDD
  • সপ্তম পুরষ্কারঃ Asus RT-AC750L 750mbps Dual Band 4 Antenna WiFi Router
  • অষ্টম পুরষ্কারঃ Microlab M-590 2.1 Speaker
অন্যান্য পুরষ্কারসমূহঃ 
  • নবম পুরষ্কারঃ A4Tech Pk-910P 720P High-HD Webcam
  • দশম পুরষ্কারঃ Logitech F310 USB Gamepad
  • একাদশ পুরষ্কারঃ  A4TECH Bloody G220 3.5mm & USB Gaming Headphone Black
  • দ্বাদশ পুরষ্কারঃ  A4TECH Bloody V3MA Multi-Core Gun 3 Gaming Mouse
  • ত্রয়োদশ পুরষ্কারঃ Bitdefender Internet Security 1-user 1 year (১০০টি)
  • চতুর্দশ পুরষ্কারঃ  Logitech B100 Optical USB Mouse(১০০টি)
  • পঞ্চদশ পুরস্কারঃ Rootfive Bangladesh Official T-shirt(৩৪০টি


# শর্তসমূহঃ

১) একজন অংশগ্রহণকারী একাধিকবার অংশগ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে প্রতিবার  অংশগ্রহণ করার জন্য আলাদা আলাদা ভাবে ৫২ টাকা পেমেন্ট করতে হবে সঠিক ট্রান্সেকশন আইডি সহ।

২) অংশগ্রহণ করার সময় ভুল ট্রান্সেকশন আইডি ব্যবহার কিংবা প্রয়োজনীয় অন্যান্য তথ্যের অনুপস্থিতি জনিত কারণে আপনার অংশগ্রহণ বাতিলগণ্য হলে আমাদের সাথে যোগাযোগের প্রেক্ষিতে Rootfive Bangladesh টিম সর্বোচ্চ চেষ্টা করবে আপনার সমস্যা সমাধান করতে, যদি সেটা সম্ভব না হয় সে দায়ভার একান্ত আপনার নিজের উপর বর্তাবে।

৩) একবার অংশগ্রহণ করার পর কোনও ভাবেই উইথড্র করার সুযোগ থাকবে না। 

৪) ক্যাম্পেইনের সকল পুরষ্কার বিজয়ীদের তালিকা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে দেওয়া হবে এবং ক্যাম্পেইনে অংশগ্রহণকালে ব্যবহৃত ইমেইলের মাধ্যমে জানানো হবে। নিজ দায়িত্বে ২৬ মার্চ ২০২৩ বিজয়ী ঘোষণার পরবর্তী ১৫ দিনের মাঝে নিজেকে ভ্যারিফাই করার মাধ্যমে পুরষ্কার দাবি করতে হবে। ১৫ কর্ম দিবস অতিবাহিত হওয়ার পর কোনও ভাবেই আপনার পুরষ্কার দাবি করার সুযোগ থাকবে না।

৫) পুরষ্কার বিজয়ী প্রত্যেককে নিজ দায়িত্বে Rootfive Bangladesh এর অফিস থেকে নিজেদের পুরষ্কার বুঝে নিতে হবে। বিজয়ীদের অনুরোধকর্মে Rootfive Bangladesh হোম ডেলিভারির চিন্তা করবে তবে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি খরচ নিজ দায়িত্বে বহন করতে হবে।

৬) যেকোন প্রয়োজনীয়তা এবং বিশেষ পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে Rootfive Bangladesh নিজেদের “Terms & Conditions” সহ পুরষ্কার সংখ্যা, বিজয়ী ঘোষণার সময়/তারিখ কিংবা ক্যাম্পেইন সম্পর্কিত যেকোন বিষয়ে পরিবর্তন এবং পরিমার্জনের পূর্ণ ক্ষমতা রাখে।

৭) অংশগ্রহণের পূর্বে আমাদের পুরষ্কারের ব্যাপারে বিস্তারিত জেনে নিতে অনুরোধ করা হলোঃ

– সর্বমোট ৫৫২ টি পুরষ্কার থাকছে।

– এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য পরবর্তী ৬০ দিনের মাঝে আমাদের থেকে যেকোন পণ্য ক্রয়ে পণ্যের মূল্যের উপর ভিত্তি করে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০টাকা পর্যন্ত ক্রয় ভাউচার রয়েছে।

ক্রয় ভাউচার সম্পর্কে বিস্তারিতঃ সকল অংশগ্রহনকারীরা নিশ্চিত ক্রয় ভাউচার পাবেন। প্রতি ৫০০ টাকা থেকে ৪৯৯৯ টাকা ক্রয়ে ১০০ টাকা ছাড় পাবেন। পর্যায়ক্রমে, ৫,০০০ টাকা থেকে ৯৯৯৯ টাকা পর্যন্ত ক্রয়ে ৩০০ টাকা, ১০,০০০ টাকা থেকে ১৯৯৯৯ টাকার পণ্য ক্রয়ে ৫০০ টাকা, ২০,০০০ টাকা থেকে ২৯৯৯৯ টাকার পণ্য ক্রয়ে ৭০০ টাকা, ৩০,০০০ টাকা থেকে ৪৯৯৯৯ টাকার পণ্য ক্রয়ে ১,০০০ টাকা, ৫০,০০০ টাকা থেকে ৯৯৯৯৯ টাকার পণ্য ক্রয়ে ১,৫০০ টাকা এবং ১০০,০০০ টাকা কিংবা এর অধিক মূল্যের পণ্য ক্রয়ে রয়েছে সর্বোচ্চ ২,০০০ টাকা মূল্যের ক্রয়ভাউচার। 

ভাউচার ব্যবহারের শর্তঃ যেকোনো ক্রয়ের ক্ষেত্রে দুইটি ভাউচার কোড একসাথে ব্যবহার করা যাবেনা, Ex: আপনি ৫০০ টাকার পণ্যে একটি ভাউচার ব্যবহার করে সর্বোচ্চ ১০০টাকা ছাড় পাবেন এবং ব্যবহার করা ভাউচার কোড টি “Used” হিসেবে বিবেচিত হবে, ভাউচার কোড টির মেয়াদ ক্যাম্পেইন এর বিজয়ী ঘোষনার পরবর্তী ৬০ দিন পর্যন্ত থাকবে।

Main Menu